অন্ধকার কখনও বদলায়
          ...... ইফতেখার হোসেন

যুগের সাথে তাল মিলিয়ে সব বদলে যায়
আমি তুমি সে..
প্রিয় মানুষগুলোও
আড়াল আবডাল সংকট ডিঙিয়ে  
সোনার  রংতুলি দিয়ে মায়া চিত্র
এঁকে চলেছি। মাঝে মাঝে
কালো ছবিরা উপদ্রব করে
আর্তনাদে কখনও ফেটে  পড়ে।
সোনালী কফিন ভর্তি স্তুপ
মায়া চিত্রগুলোকে ব্যঙ্গকরে।
দিব্বি চালিয়ে যাচ্ছি রংতুলির খেলা
এবেলা সেবেলা করে
ভোরবেলা পার  করে চলেছি।
ললাটে আমার ভাঁজ আসছে
দিগন্ত থেকে  ভোরাই সুর
এই বুঝি বেজে উঠবে।
সত্যিই আমি বদলে গেছি।
যে মাটির কান্নায় একদিন
বুক ভাসিয়েছি সেই
পায়ের তলের মাটি
ফ্যাকাসে বুদবুদ উপহার দিয়ে
চির বিদায় নিচ্ছে।
যে ছবি এঁকে ছিলাম বুকে
সে ছবি আজ বিবর্ণ- কাঙাল
আর আমি কাঙাল চিত্র বিক্রি করে
স্টেজ মাত করে  ফেলছি!
ভাঁজগুলো এখন ঘামে ভরে যায়
প্রিয় মানুষগুলো  হাততালি দেয়
অন্ধকার নেমে  এলে
বদলে যাওয়া শরীর খুঁজি।
কাঙালি আর্তনাদ
কবে থেকে চুষে খাচ্ছে এ শরীর  
বুঝে ওঠার সময় হয়নি।
আসলে অন্ধকারতো কখনও বদলায় না!  
            ৷৷৷ ঃ-----ঃ।।।