ভুলতে পারিনা তোমাকে
                            ............ ইফতেখার হোসেন


প্রায় ! গিলেই ফেলে ছিলাম
অতীতটাকে --
স্মৃতি বিজড়িত দিন গুলোকে
কিংবা তোমাকে ।
ভুলে গিয়েছিলাম
কোকিলের কণ্ঠ মেশানো
বিকেলটাকে ---
আর তোমার মায়াবী মুখটাকে ।
হঠাৎই জীবন্ত হল ;
অতীতের সকাল গুলো -
আরেকটা অতীতকে ভুলে যেতে।
যে পথে গিয়েছ তুমি,
সেই পথে হেঁটে চলেছি আমি
সদ্য এই অতীতকে চাপা দিতে।
সেই বাঁশ গাছের ঝোপের কাছে
আকন্দের এক বন আছে ।
সেখানেই নাকি আছো তুমি
মাথায় ফুল গুঁজে !
তোমারি দেখানো পথে
অতীতকে কাঁধে নিয়ে
বিদাই দিতেই হবে
সদ্য এই অতীতটাকে ।
সকাল-দুপুর-বিকেল
তারপর সাঁঝ ---
এমনি করেই কেটে যাবে
চিরকাল ।
চিরবসন্ত হতো যদি চিরকাল
তুমি কী অতীত হতে ?
ধরিত্রীর বুকে
সঁপে দিলাম আজ ---
কষ্টে নিঙ্গড়ানো তোমার --
অতীতটাকে ।
কথা দিচ্ছি আমিও যাব গলে ;
যে পথে তুমি গিয়েছো চলে ।
এইতো আর কটা ফাগুন
তারপর জ্বলবে আগুন
বসন্তের বিকেল গুলোতে ।
এরপর আমিও ---
অতীত হব
ফিরে যাবো
তোমার দেখানো পথে ।


.......  সমাপ্ত  .......
22/08/2014
ফরাক্কা,মুর্শিদাবাদ ,পঃ বঃ ভারত