পাঠ্য
কি  চিনতে  পারছো  আমায়? কে বলতো  আমি?
তোমার  সারা  শরীরে  ছাপ  রেখেছি
উন্নত মস্তিস্ক  গঠন  করেছি
চিন্তাশক্তিতে  এনে  দিয়েছি  বৈপ্লবিক  সুনামি |
ভুলে  গেছো  সেই  দিন গুলি
যখন  আমায়  তুমি  পাস  কাটিয়ে
চাইতে  নিজের  পিঠ  বাঁচিয়ে
খেলতে  ডাংগুলি |
তখনো  বোঝোনি  আমি কে   কিই  বা  আমার  গুন
মনের  ভাব  কেবলই  বলতো
বোধ  করি  খুব  বিরক্ত
চাপিয়ে  দেওয়া  বোঝা  নিয়ে  চলছি  সর্বক্ষণ|
এরপর  যখন  ধীরে ধীরে বাড়তে  লাগলো  অনুভব  শক্তি
তখন  আমাকে  আঁকড়ে ধরলে
জীবনসঙ্গী  আমায়  করলে
আমার  প্রতি  বাড়ল  তোমার মনে  মনে ভক্তি
আজ  হয়তো  বোধ  করো  আমি  কে
যখন  জীবনের প্রতি পদক্ষেপে
মনে  মনে  হয়তো কিছু  আক্ষেপে
পরম বন্ধু  কে  অবহেলিত  করেছিলাম  যে ||