তুই তো হারিয়ে যাবি জানি,
কোনো এক ধূসর গোধূলি বেলায় ;
আমার স্মৃতি কে পাথেয় করে, আর-
স্বার্থপর, রেখে যাবি ভাবনাগুলো তোর;
আমার জন্য।।


ভেজা সন্ধ্যার সেই ভাবনাগুলো,
সেই এক পশলা প্রেমের উপঢৌকন ;
শরীর জুড়িয়ে যাওয়া,
তোর আলতো ছোঁয়ার অঙ্গীকার।
আর বসন্ত জুড়ে, মিষ্টি প্রেমের আভাস
নীল দিগন্তে, নয়ন ভরা নূতন আকাশ।।


তুই তো সেদিনও একলা অবকাশে,
আমার গন্ধে ভেসেছিলি,
ভেসেছিলি মন্থর বাতাসে।
সেদিন তোর হাসি টুকুই ছিল সম্বল আমার;
আর তুই স্বার্থপর,
কোনো এক ধূসর গোধূলি বেলায় হারিয়ে যাবি,
আর আমার জন্য,
শুধু তোর ভাবনাগুলো রেখে যাবি ।।


সবটুকুই কি ভ্রান্তি ছিল?
সবটুকুই কি স্বপ্নময়?
আমার ছোঁয়াতে যে রঙ পেয়েছিলি?
আমার ছোঁয়াতেই যে তুই কবিতা?
তোর একলা ভাবনাগুলোর
আমিই তো ডানা জোড়া;
আমিই যে তোর অভ্যাস প্রতিনিয়ত।।
ফেলে রেখে দিলি শব্দ যুগল?
ফেলে রেখে দিলি স্পর্শ?
ফেলে রেখে দিলি তোর একলা ছায়া?
আর ডুবিয়ে মারলি পৃথিবীর সমস্ত সময়কে,
তোর মায়াবী চোখের চোরা বালির চরে।।


এবার তো তুই হারাবিই;
কোনো এক ধূসর গোধূলি বেলায়।
আর আমার জন্য রেখে যাবি, তোর
নিস্তব্ধ বেদনায় ভরা ভাবনা,
                              -স্বার্থপর ।।


বলাকা
কোলকাতা
02:13 AM
Saturday, 30 Sept 2017