তোমার ছায়াও দিক বদলে ফেলে,
আলোর প্রত্যাবর্তন এর খেলা মাত্র।
সুবিধা ও সুবিধাবাদী'দের ভিড়ে,
তুমি ছাপোষা-মানুষ মাত্র।


তাঁরা ও তো মানুষ,
কথা রাখে নি,
রাখতে ও চাই'নি কোনো দিন।
শুধু চেয়ে ছিল আরাম কেদারা।


মূল্যহীন রাজনৈতিক জাঁতা কলে,
লক্ষ্যহীন বিস্তৃত পথ যে চলে,
তার পিষে যাওয়ায় কার কি এসে যায়?
দাবার গুটি নিজের ছ'কেই পা বাড়াবে।
আর আলোক বর্ষ দুরে দেখাবে উন্নয়নের ছবি,
যেখানে পৌঁছতে হবে আত্মনির্ভর হয়ে।
শুধু কথা দেবে পৌঁছে দেওয়া'র।


কিন্তু কথা রাখবে'না,
রাখতে চাইবে ও না কোনো দিন।
আবার আসবে আগামীর স্বপ্ন হাতে,
আর চেয়ে যাবে আরাম কেদারা।


শ্রমিকদের ঘাম শুকিয়ে যাবে,
ধুয়ে যাবে রক্তের দাগ।
শুকিয়ে যাবে শুকনো রুটি গুলো,
আর পড়ে থাকবে উন্নয়নের লৌহ'পথে।


হ্যাঁ, আবার আসবে তাঁরা,
আগামীর স্বপ্ন হাতে,
তোমার বাড়ির দুয়ারে।
মাটিতে বসে খেয়ে যাবে,
সেই শুকনো রুটি,
তোমার গরম রক্তে ভিজিয়ে,
তুমি আবার তাঁদের এগিয়ে দিও
তোমার আঙিনায়, সেই ---


আরাম কেদারা।।


Copyright:
Prodip Kumar Dey
21st May, 2020
Domkal, Murshidabad.
02: 55 PM. Thursday.