প্রতীক্ষারত পথ মাঝারে
বেলা যে বহিয়া যায়;
বক্ষ ধরিয়া চাপি, দরশন তরে,
হায় অভাগা দরশন নাহি পায় ।


অদৃশ্য অশ্রু ধারা,
বহে অহরহ আঁখি দিয়া;
ক্রন্দনে নাহি কোন সাড়া
নিস্তব্ধ বক্ষের হীয়া;
বিরহ বেদনা সহিয়া যায় ।


হে ঈশ্বর তব পদতলে
এই প্রার্থনা মোর,
এ ভব হইতে বিদায় লইলে
দিয়ো জন্মান্তর ।


#শুক্রবার
২৯/০৬/২০০৭, ধুলিয়ান।