তুমি জানো না কি প্রেয়সী ?
আমাদের মিলন মাঝে
আছে ধর্মের বেড়া জাল;
এই পৃথিবীর নব সাজে,
আছে কিছু ধার্মিক জঞ্জাল ।


আমি নয় কোন ধর্ম বিরোধী;
প্রশ্ন জেগেছে মনে,
তাই উত্তর খুঁজে বেড়ায় ।
কেন আজ আমরা দুজনে,
একে অপর কে পেয়েও হারাই?


কে এই পাপের অপরাধী?


আমি নয় কোন বিশ্ব কবি;
এ নয় কোন কবিতা লেখা ।
সমাজের যত প্রবঞ্ছনা,
নির্বাক হয়ে দাড়িয়ে দেখা ।
আর সহ্য করা বিরহের অসহ্য যন্ত্রণা ।।


কেন আজ অস্তমিত এই প্রেমের রবি?


জেগেছে মনে আশা-
এসোনা দু’জনে সকল বাঁধ ভেঙে,
এই ভুবনের নতুন এক কোণে-
জল ছবি আঁকি, জল রঙে ।
করি সৃষ্টি নতুন ধর্ম আপন মনে;
সার্থক করে তুলি ভালবাসা ।।


#সোমবার,
২৩ শে ফেব্রুয়ারি২০০৯ সন,
ধুলিয়ান, রাত্রি ১২ঃ৫৩