গেরুয়া বসন করে পরিধাণ,
গেয়ে চলে দেখ বাংলার গান।
এ গান আমার, এ গান তোমার-
এ গান সবাকার।
অঙ্কিত এতে কথায় সুরে,
রাঙা মাটির এই রূপ বাংলার।
করে ধারন একতারা হাতে,
কত কথা, কত সুর নিয়ে সাথে।
এগিয়ে চলে দেখ রাঙা পথ গুনে,
পাগল বাউল উদাস মনে॥


#বাউল
২৩শে জুলাই, ২০০৮
সকাল ১১:৩০, নিমতিতা