সুখের খোঁজে দিশেহারা আজ;
মিথ্যাভিমান, মিথ্যা এ লাজ ।
প্রতিশ্রুতি যতো মিথ্যায় ভরা,
শুধু শুধু খেলা ভাঙা ও গড়া ।
দেবো দেবো বলে বয়ে গেলো যুগ,
আশা নিয়ে বসে দুরু দুরু বুক,
আজও আছে পথ চেয়ে ।।


কত কথা আর প্রতিজ্ঞা কত ;
মিষ্টি সুরের বাণী গুলি যত ।
আজও নির্বাক নিশ্চল হয়ে,
লিপিবদ্ধ আছে ইতিহাস বই-এ ।
হারিয়ে গেছে মান্ধাতার সাথে,
চাঁদের মত, অমাবস্যার রাতে,
যেমন আঁধার আসে ধেয়ে ।।


০১ঃ ৩০ রাত্রি
২২/০৩/২০০৯
ধুলিয়ান