ভোরের কলরবে জেগে ওঠে পাখি
ওগো সকাল তো হয়ে গেল খোল তোমার আখি
সূর্য উদিত হয়েছে ঐ পুর্ব দিকের গগনে
আজ যে স্বাধীন দিবস তা আছে কি তোমার মনে
বাংলার বুকে আজ নতুন স্বপ্ন জাগে
এগিয়ে যাচ্ছে বাংলা আমার কত অতিত ফেলে রেখে
বাংলা যেথায় শাসনে ছিল অন্য জাতির কাছে
আজ বাংলা স্বাধীন হয়েছে তাদের ফেলে পাছে
বাংলার জন্য যখন মোরা দিয়েছি অনেক জীবন
বাংলাকে মোরা রক্ষা করিব হোক না আরো মরন
আজ বাঙালি জাতি মোরা পৃথিবীর বুকে ধন্য
বাঙালির মনে স্মরনিয় থাকবে এই দিনটির জন্য।।