আধার রাতের সাথী !
তুমি কবে এসেছিলে গাইতে হেথায় আধা-গাওয়া গীতি ?
সে যে মোরে ছাড়ি গেলে দিলে কত ফাঁকি,
অজানা নিশিথে আজি খুলে ছিল মোর বন্ধ আঁখি ।
বরষায় মেঘে ভরা বৃষ্টি-বাদল দিনে,
তোমারি আশায় কেটেছি বছর, কেটেছি প্রহর গুনে।
          তুমি তো মোর আধার রাতের  সাথী-
তবে কেন চলে যাও দিয়ে মোরে ফাঁকি ?
কালো মেঘে ঢাকা চাঁদ জলে নি তো তারা,
    চারিদিকে হাহাকার যেন হয়েছে দিশেহারা ।
কমল দীঘিতে ফলে নি আলো-গগনের নিকশা আধারে,
বাংলার বধু ভীত-ক্ষণে আজি যায় না তো ঘর ছাড়া বাহিরে ।
সেই নিকশা আধারে পথ ধারে চেয়ে বসে আছি একা,
কখন যে আসিবে তুমি দেবে মোর অঙ্গে দেখা।
তুমি যদি হও অজানা দেশের ভিন-দেশী পাখি,
আজো বিনিদ্র জাগে সে কি কত রাতি বন্ধু তোমার লাগি ?
চমকি চমকি জলিয়া উঠিছে বরষার মেঘে ঢাকা রাতি,
তোমারি আশায় আছি তো বসে, তুমি যে মোর আধার রাতের সাথী।।