ওরে পল্লী জননী
তুমি এত সুন্দর কেন ?
ছিটিয়ে দিয়েছো রুপের শোভা
ছড়িয়েছো হেন।
হইতাম যদি তোমারি মতো
সৌন্দর্য দিতাম বিলিয়ে
মুক্ত গগনে থাকিতাম আমি
বাংলার প্রকৃতিতে মিলিয়ে
চারি দিকের এই মুক্ত বাতাসে
ছড়িয়ে রুপের ভেলা
সোনালী রৌদুলে সবুজে রাঙ্গিয়ে
করিতাম কত খেলা
মিশিতাম আমি নদীর জলে
অপরুপ সোভা সাজিয়ে
বাংলা নাচিত আমার কোলে
কলকল ধ্বনি বাজিয়ে
মাঠে ঘাটে ঐ বাংলার ফসল
সবুজ রৌদ্রময়
প্রকৃতি জড়াইয়া রাখিত আমায়
হত না কখনো ক্ষয়
আমি যে প্রকৃতির ভক্ত ভগিনী
প্রকৃতিকে ভালোবাসি
তাই তো বাংলার প্রকৃতি স্বরুপে
বার বার ফিরে আসি।।