ওহে বাঙালি জাতি
তোমরা এত নিদ্রা কাতর কেন
কেন এত আরাম প্রিয়
অলস্য মন অলস্য শরীর নিয়ে বেচে থাকা
এটাই কি তোমার শ্রেয় ?
কেন এত হিংসা বিদ্বেষ
কেন এত অহংকার
অপরাধীর মুক্তি নিরপরাধীর শাস্তি
এটাই কি তোমার বিচার
কেন পার না তুমি
পৃথিবীর বুকে দাড়াতে
হিংসা নিয়ে জন্ম তোমার
এটাকেই হবে সড়াতে
দলে দলে খেলা তোমার
দেখাইতেছ একে একে
বাঙালি হচ্ছে ধ্বংস স্তুব
এটা তো কেউ নাহি দেখে
বীর খেতাবী জাতি তুমি
তোমার রক্তে ভরা ভুমি
বিশ্ববাসীকে তাক লাগাইবে
করাইবে তোমার পদচুমি
এমনো প্রতিশ্রুতি আজি
নেও হে বাঙালি জাতি
সৃষ্টি কর মনের বন্ধন
গান গাও প্রভাতি।।