মর্ত বাধিছে মায়ার বাধনে
বসিয়া অন্তরালে,
জগতের মাঝে বসতি তাহার
তবুও, কোথাও নাহি মেলে।
শিকল বন্ধনে বাধিয়াছে সৃষ্টি
থরে থরে লাগিয়া অঙ্গে,
নিজ গুনে প্রীতি জাগিয়া তুলিছে
নিজের মাতৃ বঙ্গে।
আধার অধরে প্রীতি নাহি কমে
নিজ মাতৃত্বের প্রতি,
হোক না জীবন আয়ুক্ষীণ মান
বাধিয়া বক্ষে মাতা বসুমতী।
স্বজন- স্বজনী দ্বার খুলে রয়
স্বর্গ মর্তের চরাচরে,
কখন জানি হয় যে তাদের
নিখিল বন্ধন অগোচরে।
একে একে তাদের আলাপ পরিচয়
আরো কত কি জানাজানি,
পৃথিবীর মাঝে এমনি আবর্তন যেন
সংঘবদ্ধ বন্ধনি।
কেহ যদি রয় আকাশ পথে
হত দরিদ্রের পথে,
শত শত মানুষ হাত বাড়িয়ে তারে
ওঠায় উচ্চ রথে।।