উঠছে জ্বলে বীর বাঙালির
মাতৃ বাংলা ভাষা
হাজারো যুদ্ধে পেয়েছি মোরা
বাংলার উজ্জল আশা
হিংস্র পশু দানবের হাতে
দিয়েছি লক্ষ জীবন
তাই তো তোমায় রেখেছি বুকে
করেছি আজো স্মরণ
দানবের রুপে ছিনিয়ে নিতে-এসেছিলে
এদেশের মুখের বুলি
যুদ্ধ করেছি বাংলার মানুষ
শ্রমিক ছাত্র কুলি
অবরোধের কুন্ঠ ধারায়-করেছিল
নতুন আইনে জারি
ভেঙ্গে চুরমারে ভাষা উদ্ধারে-দিয়েছিল
এক সংগ্রামী জীবন পাড়ি
হয়েছিল মিছিল দিবা রাত্রি শুধু
বাংলা ভাষার জন্য
তোমায় পেয়ে আজি গর্বিত মোরা
পৃথিবীর বুকে ধন্য
পৃথিবীতে কভু হয়নি এমন
ভাষার জন্য সংগ্রাম
দিতে হয়েছে কত লক্ষ জীবন
তাজা রক্ত আর তাজা প্রাণ
শ্রদ্ধার সাথে স্মরণ করেছি আমার,
ওমর একুশে ফেব্রুয়ারি
প্রাণ ভরে আমি প্রার্থনা করছি যেন
শেষ নিঃশ্বাস তোমায় দিতে পারি ।।