ঐ যে মাঠের ওপরে মাঠ দেখা যায়
রোদে ফেটেছে চৌচির
নাও বয়েছে নাওয়ের মাঝি
খুজে না পায় নৌ তীর
উঠেছে খরা রোদ
আহা কি যে গরম
বাংলার বধু ঘাটে নেমেছে
ভেঙ্গেছে লজ্জা শরম
দলে দলে পারার ছেলেরা
নদিতে আসছে ছুটে
কৃষান কৃষাণী ধান কাটেছে
ঘাম যে পরছে লুটে
বৃদ্ধা বুড়ি গরমের জালায়
পায় না যেন সহ্য
উদার তনুতে বস্ত্র খুলিয়া
হয়েছে আজি নির্লজ্য
দিপ্ত রোদ্র মাখা দিনখানি যেন
নাই যে কোথাও শ্রান্তি
মানুষের মুখে হাহাকার ওঠেছে
সারা দেহ জুড়ে ক্লান্তি
আপাদমস্তক ঘামে ঝরিয়া
তবুও কর্মের চেষ্টা
একটুখানি জলে যেন
মিটেনা তাহার তেষ্টা।।