কে আমার কুটিরে প্রবল স্রোতে জলরাশি বয়ে আনে
ঝর ঝর করে ঝরিয়ে পরে চঞ্চলকর গানে
দ্বার খুলিয়া দেখিয়াছি এক স্বচ্ছ ধবলী স্রোতে
বয়ে যেন ছুটে পরে অগ্নি দ্বগ্ধ ক্রোধে
আশিয়া ভাশিয়া মিশিয়া যাচ্ছে স্বচ্ছ নদীর জলে
শির হইতে ঝরিয়া পরে গীরী নাহি তবু ঢলে
জন্ম যে তার পর্বত শৃঙ্গে মৃত্যু সাগর তলে
জাগিয়া উঠিয়াছে কেমনে এই রুপ হঠাৎ কোন আবলে
গন্তব্য যে তার সীমাহীন অসীম ভাবে বয়ে
যে টুকুই তাহার সৃষ্টিশীলতা সে টুকুই কি ভাবে রয়ে
ধরিয়া রহিয়াছো প্রকৃতি ভরে এ সুন্দর অবনীতে
চিরকাল থাকিবে তুমি এ প্রবল গীরী স্রোতে
তুমিই কি সেই অপরুপী ঝর্ণা
পর্বত শৃঙ্গের এক মাত্র সুন্দরী কন্যা।।