ভেসেছে নদীর তীরে পাল তোলানো ভেলা
করেছে চিক চিক বালি সাগর করিছে খেলা
নিরালয়ে বসে আছে ধুধু মরুভুমি
দিগ হতে দিগন্তে যেন হয়েছে আকাশ চুমি
প্রানহীন বৃক্ষদ্বয় দাড়িয়ে আছে এক মনে
হাজার চেষ্টার পরেও যেন উঠিতে পারে না গগনে
রাত্রি জাগা নিশ্চুপ শহর আজি কোলাহলে ভরপুর
প্রভাত হলেই মানুষ মানুষে কত মারামারি কতনা ভাঙ্গচুড়
ফুড়িয়াছে সেই আদিমযুগ এসেছে নতুন হাওয়া
মানুষ হয়েছে ক্ষুধার্ত পশু শুধুই চাওয়া পাওয়া।।