মানব স্বপ্ন
                  প্রদীপ চন্দ্র রায়


যেথায় যুগ্ন মানব বসতি
করিয়া নিদ্রা আহার
অবিল স্বপ্ন বুনিয়া রত্ন
কর্ম নেই যে তাহার
হেথায় দরুন মর্তে নাচিয়া
ঘুড়িয়া ঘুড়িয়া বেরায়
অলস্য শিক্ষা পন্ডিত্য করিয়া
কর্মচক্ষু এড়ায়।


জীবন্ত ফুটন্ত অনন্ত ফুল
অকালে ঝরিয়া পড়ে
বৃথা জীবনে অসহায় হয়ে
ভাগ্য নির্ণয় করে
কর্মশিক্ষা ভাগ্য রত্ন
যেই না নির্ণয় করে
অভাগারে ভাগ্য তাহার
আপনা ফিরে ঘরে।


অবিলাশে চক্ষুদ্বয়
কর্মহীনা করে
বৃদ্ধানত্বী কালে তারে
উল্কা ঝরে পরে
অবিচলন মনু যেমন
সব্যস্ত কর্মনিষ্ঠায়
প্রাত কালেও কর্মশিক্ষা
নাহি সে এড়ায়।


নাহি পাবে সর্বাহারে
ও দুল হস্তদ্বয়
হীন লাজে হস্ত তাহার
কর্মে পাবে ভয়
জাগ্রত হইবেনা যে তাহার
অলস্যক্রান্ত মন
হিন কাজে লাজে মরে
ভাগ্য দোষে সারাক্ষন।


নাহি যদি জাগি  এ
মনু তোমা মন
ভাগ্য তোমার আকৃষ্ট হইবে না
করলেও পরলোকগমন
তথাপি মনু তোমা
করিয়াছি বন্ধনা
হীন কাজ হোক না কেন
জাগাও মনের স্পন্দনা।।