মেঘলা আকাশ আজি থমকে গেছে
    ঢেকেছে সূর্য আলো
মর্ত কাপিয়ে হুংকার ছাড়ে
    করেছে আধার কালো
কদম্ব তলে পড়েছে বৃষ্টি
    টিপ টাপ করে ঝরে
চাতক পাখি আজি হয়েছে শান্ত
    তৃষ্ণা মেটানোর পরে
কখনো আকাশ সাদা মেঘে ভরে
   কখনো ভরে আধারে
বিজলী চমকিয়ে ঝলসিত করে
   নানান রুপের বাহারে
মৃত্তিকা ডাকে অন্তরালে তারে
       হও আরো বৃষ্টি
তোমার ধারায় গড়বো জীবন
      নতুন জীবের সৃষ্টি
বৃক্ষরাজ আজি করিছে নিমন্ত্রণ
    মেঘাচ্ছন্ন উচ্ছল দুপুরে
কেক্কাধ্বনি তাই বাজিছে গহিনে
   বাদলের উৎসব মুখরে ।।