আজি মোর দুয়ার খুলিছে
      মনের ও হরষে
বদ্ধ তালা আজি ভাঙ্গিয়া গিয়াছে
        প্রেমের ও পরশে
কুঞ্জবনে ভ্রমর দল
            উরি উরি আসে
আন্দোলোনে গুঞ্জিরিছে
            অশান্ত বাতাসে
মনে মনে ভালো বাসা
              জাগি জাগি ওঠে
ভ্রমর বিনা কভু যেন
               ফুল নাহি ফোটে
বুকের বনে হৃদ পাখি
                 সুখ তারি চায়
প্রিয় বিনে সুখ তার
                 দুরে সরে যায়
কেমনে বুঝাব আজি
               এ পরাণ পাখিরে
চঞ্চল হরনী তুমি মোর
                   প্রিয় সখীরে
কুসুম বনে স্বপ্ন দেখিয়াছি
                    বসিয়া বিরলে
আর কত করিবে গো অভাগীনী
                    তোমার এ অতলে ।।