আজি ভোরের আযান ধ্বনি
বাজিছে চমকিত স্বরে
ঘুমের স্বপ্ন গুলো নিমিষে হাড়িয়ে যায়
আমায় ফেলে দুরে
পাখির কিচিরমিচিরে বিভোর যেন
এই মাতাল ভোর বেলা
পেয়েছে তারা উষার আলো
বসেছে আনন্দ মেলা
পুর্ব দিকে পদ্মার জলধ্বনি
আসছে কানে ভেসে
ভোরের আলোয় একি সৌন্দর্য
আমার বাংলাদেশে
হঠাৎ করে বন্দি মোরগ
ডাকল চিৎকার করে
গৃহিনী বধু জাগল বুঝি
ঘুমভাঙ্গা স্বপ্ন ধরে
বেড়ে চলেছে উষার লগনে
দিপ্ত সূর্য আলো
হচ্ছে প্রভাত ক্ষণিক সময়ে
কাটবে আধার কালো
বাংলায় আসবে নতুন জীবন
নতুন দিনের শুরু
অলসতায় জীবন বৃথা
বলেছে শিক্ষা গুরু
অবশেষে কাটল আধার
কাটল তিমির রাত
সকাল বেলায় সবাইকে জানাই
নতুন বাংলার সুপ্রভাত।।