পথের দু ধারে বসত করিছে চেনা অচেনা কত মানুষ
কেউ বা আহারে কেউ বা অনাহারে ছাড়িয়ে লজ্জা জ্ঞান হুস।
দু-মুঠো ভাতের জন্য তারা নেমেছে লগ্ন পথে
সারা দিনে অক্লান্ত পরিশ্রম, পায় না তবুও খেতে।
বাবুর পায়ের জুতো মুছে তারা দু পয়সার অন্ন জোটাতে
সমস্ত শ্রম বৃথা হয় তাদের পেটের ক্ষুদা মিটাতে।
ছিন্ন বস্ত্র গায়েতে পরে শুকনো হাড়ের দেহখানি
অনাহারে কেটে যায় কত দিবা রাত্রি, পেটে পরে শুধু গ্লাস ভর্তি পানি।
কত রাত্রি নিদ্রাহীনে যায়  রাস্তার প্লাটফর্মে
বুঝে না তারা সমাজ সংস্কৃতি  মানে না কোন ধর্মে।
ক্ষুদাই তাদের সমাজ সংস্কৃতি খুদাই এক মাত্র স্বার্থ
কি বা করিবে অধিক সম্পদ অন্ন যোগাতে হয় যদি ব্যর্থ।
তবুও তারা বেঁচে আছে  এ নিষ্ঠুর সমাজে, নির্যাতিত হয়ে বারেবার
মুখবুঝে সহ্য করে খেয়ে লাথি নিঃসংশ প্রহার।
কভুও তাদের বাসনা জাগে না যে গড়বে অট্টালিকা
অধিক অর্থ চায় না তারা যেথায় উজ্জল মরিচিকা।
বাঁচতে চায় যে মানুষের মাঝে খেয়ে দু বেলা অন্ন
মানুষের মাঝে বসতি করে তাদের জীবন হবে যে ধন্য ।।