ওহে তরুণ
আজি তোমাদের হস্তে
        এ মর্ত দিয়েছি সপে
উজ্জল করো তোমার মতো
         আলোক পুন্জ দীপে
তুমি তো বীর
        এ পৃথিবীর মহাশির
দ্রুত চালাও তোমার গতি
          হয়ো না যেন ধীর
নক্ষত্র জলবে নীলাম্বরে
            মর্তে জ্বলবে তমি
দেখবে তোমায় জগৎ সংসার
            দেখব একটু আমি
চির বিজয়ের মালা পরেছো তুমি
        কভু নাহি পরাজয়
দুর্গম পথ আজি দেখবে চোখে
           করবে তোমায় ভয়
অবরুদ্ধ গতি তোমার
               কভু রোধ নাহি করা যায়
দীপ্ত পুন্জ চোখে
         প্রজ্জলিত আলোর শোভা পায়।