"যখন-তখন"
এই মৃত্যুমুখী শহর যেন নীল দেয়ালে স্বপ্ন আঁকে
ইচ্ছা গুলো ছুটে চলে গোলক ধাঁধার ব্যাসার্ধতে ।
আমি যখন দেখছি তোমায় -
শূন্য চোখে লবন জলের বাস্পে ভেসে,
তুমি তখন শঙ্খ হয়ে ডাকছো আমায় প্রেম জুয়াড়ির স্বপ্নরথে ।
বুকের পশম উড়ছে তখন অব্যক্ত এক কামনাতে,
তুমি যখন ঝিনুক কুড়ায় মুক্ত পাবার বাসনাতে ,
আমি তখন স্রোতের টানে নুড়ি হয়ে আসছি ভেসে -
বালুর বুকে ঠুকছি মাথা নীল বিষেরই বেদনাতে।
তুমি যখন পূণ্যপ্রভাই আকাশ জুড়ে দিচ্ছ আলো,
আমি তখন অষ্টাদশীর নেত্রলয়ে কাজল হয়ে লেপছি কালো।
তুমি যখন চন্দন কাষ্ঠে পোড়াও আমায়-
তারায় তারায় অন্তবিহীন অগ্নিধারায়,
আমি তখন এন্টারটিকার বরফ হয়ে নিজের মাঝে নিজেই হারায়।
তুমি যখন নাইট্রিক হয়ে প্রেমাংশুর শরীর জ্বালাও,
আমি তখন ঘুমের পারদ ছেঁড়া চোখে মন আঙিনায় করছি লড়াই।
তুমি যখন - আমি তখন ,
চলছি এখন মধ্যাকর্ষণের উল্টা দিকে !
বলতে পারো ?
ফিরবো কবে ব্ল্যাকবডি রেডিয়েশনে ?
চলবে আবার রেল লাইনের সমন্তারালে !
তুমি আমি যখন তখন ।।