রসায়নের নিরস বিক্রিয়া ফলে
অস্তগামী সূর্যের নির্বাক প্রেমে গড়া হয়নি-
আমাদের আন্তঃসম্পর্কের আধিপত্য।
তুমি ভুলেছিলে বিংশ শতাব্দীর নব প্রেমে;
শ্রাবণের মেঘ দিনে মিথ্যা জীবনবোধের বেড়াজালে !
আমিও সেদিন এই তিলোত্তমা নগরীর চৌকাঠে ঠায় দাঁড়িয়ে -
ছেঁড়া তারের ছন্দহীন সুরে গেয়েছিলাম বিমোহন প্রেমগীতি;
বুকের মাঝে গুড়িয়ে দিয়ে উনিশ শতকের দেয়াল;
অস্তিত্বসংকটে ভেসে ছিলাম উতপ্ত লাভার স্রোতে-
দেখে নির্মম সময়ের জলছবি।
পুরাতন ফ্রেমে ডুবে গেছে আমাদের গোলাপী সুর্য;
আর তুমি সত্যানুসন্ধানি চোখে সাহ্ম দাও অস্তিত্বের কাঠগড়ায় !
আমি আবারো হেরে যায়; জিতে যাও তুমি:
বিষদময় কলংকের পুরাতন দাগে।
আমাদের মৃত আত্মার স্পন্দনে চন্দ্রমল্লিকাও কষ্ট পায় !
বিমূর্ত বরিষণে শিশির হয়ে ঝরে যাই সময়ের অসীমতায়;
স্বপ্নালু চোখে নেমে আসে আঠারো বছরের পুরাতন সুখ!
তুমি মনের ভুলে একবার শুধু দুচোখ তুলে তাকাও-
সুদূর পাহাড়ী ঝর্ণার জলে,
আবারো যুগল নিঃশ্বাসে হিমালয় আল্পসের বরফ গলবে;
ভরবে জলহীন শত শত মৃত নদ-নদী।