শতাব্দীর যোগফল টেনে-
তুমি গেছো হেরে কিংবা হারিয়ে।
কোন প্রাচীন আবেগের বিভাজনে;
সুদূরে মেলেছো সন্দিগ্ধ চোখ।
নৈঃশব্দের মায়ায় চোখের কাজল লেপটে হয়েছে রাত।
মেঘ জোস্নায় মিশে গেছে দিক -বিদিক জীবন বোধের বাক।
আজন্ম বন্ধনের শিকলে আঘাত হেনে;
আবার কেন এই ব্যাকুল আকুতি ?
এই বিস্তীর্ন হৃদয় জুড়ে :নেইতো আর বসন্তের আয়োজন !
নেই কাঠ গোলাপের ঘ্রাণ;
প্রমত্ত দুপুর , গোপন সন্ধি,
সোনালী রোদ্দুর আর সবুজ বনানীর প্রেম।
মেঘ-মন্দিরা বাজছে,
ডাকছে এ নব বরষায়;
এই মাতোয়ারায় পাগল করে আমায়, তোমায় নয়।
বরং তোমার ক্রমবিকাশের স্বার্থের শিকারি-
বিদগ্ধ অনুভবে এখনো নীরবে ঘুমায়।
মিথ্যেটা মিথ্যে করে হলেও একবার বলতে;
সে ছিল আশ্রয়ের সন্ধানে উড়ে আসা অতিথি !!


প্রদীপ দাস
ঢাকা, মার্চ ২০১৯