কোথায় হে মেঘ বালিকা,
লাল নীল হলুদ বেগুনী মেয়ে;
চোখের পর্দা জুড়ে জমে গেছে-
অপেক্ষার প্রাচীন জলের ধারা;
উষ্ণতার তুমুল স্বাদে গলে যেতে চায়,
তােমার শ্বেত -চন্দন বিছানায়।
হতে চায় রক্তের নব নব সিন্ধু;
মেঘ বালিকা, তুমি সাঁতার দিও;
গরম ধুঁয়ার মতো দীর্ঘ নিঃশ্বাসে;
কেটে যাবে আমাদের বিপন্ন রজনীর নেশা।
দেখো, এখনো বুকের মাঝে লেলিহান শিখায় জ্বলছে নরক!
তবুও ভর দুপুরে জানালার কার্নিশ জুড়ে দোল খাই-
তোমার প্রিয় মাধবীলতা।
কোথায় হে মেঘ বালিকা ? কোথায় !
তোমাকে ভাবেই তো পদ্মবিভোর !
কোথায় হে মেঘ বালিকা !!