আজও তুমি উষ্ণ আবিরে ঠোঁটে ঢেলেছিলে স্নিগ্ধতার জল ;
ভালোবাসা গোপন করেছিলে দেহ শ্রবণে ।
আজও পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে ,
পিচ্ ঢালা রোডে দাঁড়িয়ে শিখিয়ে ছিলে চাঁদের পাঠ ।
তাতেই বা কম কি সুখ বলো ?
এসো পূর্ণবার প্রেমে পড়ি ,
ভালোবেসে নির্ঘুম জোনাকির আলো হয়ে ভাসি-
মধ্য ফাগুনের এই রাতে ।
যখন নক্ষত্রেরা কথা কয় কেবলই নক্ষত্রের সাথে  ।
তুমি আমি জোছনার ছায়া হয়ে মিশে যাব স্রোতস্বিনীর বুকে।
হয়তো কোনো দিন কচুরিপানার ভেলায় ছোট্ট সাদা ফুল হয়ে-
মহাকাল ধরে বয়ে যাব -
অজস্র পথ দূরে প্রিয় ময়ূরাক্ষীর জলে।
তাতেই বা কম কি সুখ বলো ?
এসো পূর্ণবার প্রেমে পড়ি !


প্রদীপ দাস
লেখা - ২৭ মার্চ ২০১৭