নির্ঝর জল স্রোতের মতো
আজও কেটে গেলো একটি অসম্পূর্ণ রাত। .
প্রাপ্তি শুধু একটি ভেঁজা চুম্বন !
আমাদের জানালার কাঁচ ঘেঁষে উড়ে যায় ধূসর মেঘ,
স্বার্থ শূন্য আশা-নিরাশাই এখনই নামবে হয়তো সবিনয় নক্ষত্র বৃষ্টি;
কৃষ্ণা প্রেমে মত্ত উল্লাসে আবারো উর্বর হবে জমিন:
গড়বে অরণ্য নতুন শস্য বীজে।
আর তুমি অমোঘ নিয়তি জেনেও চেয়ে আছে দৃষ্টি দীঘল;
চোখে চোখ রাখতেই বনফুলের মতো হেসে ওঠো রুদ্রাণী,
বুকের মাঝে ধারণ করো নিষিদ্ধ বিষাক্ত হেমলক বিষ !
যেতে চাও আপন আবর্তে-
দিশাহীন গন্তব্যে দিগন্ত চেরা সরলরেখায়।
কামনার তীব্র টানে -
উষ্ণতায় শারিরীও আবেশে নিমগ্ন হতে সোনালী মসৃণ গ্রীবা,
কামার্ত ব্যাকুল দুই বাহু,উরুসন্ধি,
আর যুগল ঠোঁটে জেগে ওঠো উষ্ণ প্রণয় রুদ্র শ্বাসে;
আমি সম্বিত ফিয়ে চেয়ে দেখি এ যেন রাতের রজনীগন্ধা।
হয়তো -
কিছুক্ষণেই আসবে একটি শ্বেত শুভ্র ভোর;
দীর্ঘ  নিঃশ্বাস নিবো -
অপেক্ষমাণ আছি প্রিয় রুদ্রাণী ।।