সে আমার দুরের জানালায় কাছের মানুষ,
জন্মাবধি চিবুক ছুঁয়ে দাঁড়িয়ে থাকা সত্য শ্বতরূপা।
ঠিক যেন হিমালয়ের কোলঘেঁষে দাঁড়িয়ে থাকা মানালি !
রোজ নিশুতি রাতে আসে রাধার প্রেম সমীরণে ;
অনামিকার ছোঁয়ায় -
তপ্ত দেহের ভাঁজে এঁকে দেয় বরফের শুভ্র আল্পনা।
অমরত্বের বাসনায় বাঁধি বাহুডোরে -
পদ্মশয্যার আলিঙ্গনে গোপনে বাঁধি তারে স্বপ্ন বাসরে -
শঙ্খ ঠোঁটে করি শত শত নির্লিপ্ত চুম্বন।
ভেসে যায় শতাব্দীর পর শতাব্দী-
অতলান্ত শীতল সমুদ্রের উষ্ণজলের চোরায়।
যেখানে গলিত লাভার মত-
অবিনশ্বর আত্মার মিলন হবে সাম্য-মৈত্রী-প্রেমে।