ভালবাসর বন্ধ্যা জমিতে হৃদয় ভাঙা কাঁচবৃষ্টি শেষে,
তুমি আবার ও ফিরে এলে !
কোন কর্পূর সুখের আশায়-
বুকের পাজরে কোটি কোটি নিঃশ্বাসের উদ্গীরণে লেখা-
ঠিকানা ফেলে তুমি একদিন চলে গিয়েছিলে !
আজ বড্ডো বেশি অসময়ে তুমি আবার ফিরে এলে !  
অতীতকে ফিরে পাবার অনাবৃত বাসনায়।
কিন্তু আমিতো তোমার রক্তাক্ত ঠোঁটের অভিসারে -
বারবারই হেরে যাই নিজেই নিজের কাছে।
তুমি তো নদীর মতো প্রবহমান,স্রোতস্বিনী,তেজস্বিনী
অনতিক্রম্য অনন্ত মহাকাল।
তারপর ও তুমি আবার ফিরে এলে ?
আচ্ছা- সব প্রেম সব মাধুরী-
ভালোবাসার আকাশ হয় না কেন ?
জোনাকির রঙ ধরা নক্ষত্র
ভোরের কুয়াশা ভেদ করা রবির আলো-
তোমার গালে আঁকা আবির হয় না কেন ?
আজ আমি তোমার খুব কাছাকাছি তাই না !
তোমার নাটকীয় চোখ আর ললাটের দৈর্ঘ্য থেকেও খুব কাছাকাছি !
জানালার গ্রিলে চোখ রেখে দ্যাখো,
রাতের স্বল্পদৈর্ঘ্য আয়ু কেমন করে বিরতিহীন ছুটে চলেছে ।
আজ রাত ভরা নদীর মত পূর্ণ যৌবনা ।
বুকের কার্নিশে একটু অনুভূতির আগুন জ্বালিয়ে দাও ,
আমি এক পুরাতন ভালোবাসায় মোহে ধুপের ধোঁয়ার মতো-
সাদা মেঘেদের ভিড়ে মিশে যাবো ।
তুমি হয়তো আবার আমায় পাবে আবালবৃদ্ধবনিতার ভিড়ে,
শিল্পীর এলোমেলো তুলির টানে ,
নয়তো  ল্যাম্পপোস্টের হলুদ আলোর নিচে-
লাল ইটের দেয়াল ঘেষে বসে থাকা কোনো প্রেমিক যুগলে !!


!! ছায়া ভালোবাসা !!
প্রদীপ দাস
৯ ই নভেম্বর -২০১৭
আর কে মিশন রোড-  ঢাকা !