আমাদের ভালবাসার গোপন সময় চলে যায়-
এমনি করে সুখ দোলা দেয় মনের ঘরে,
দেখি না কিছু আর এতদিনে -
কোথায় আমাদের মিল হয়েছে ?
তোমার আমার ভালবাসা-
যেন পদ্মপাতার বুকের ভিতর আটকে থাকা ।
হাওয়ায় টলে রক্ত জবা - নেই কোন পড়ন্ত ফুল,
চিতার জমা রুপালি ছাই নিরুদ্যমে উড়ে যায়,
এ কেমন ভালোবাসা !!
আমি আর শিশির হয়ে থাকতে চাই না !
তোমার কোলে জমাট শিশিরবিন্দু থেকে-
জলের বিন্দু চাই ,মহাসাগর চাই ,
তোমার মধ্যে মিশে যেতে চাই !
খুব খুব করে চাই ।
শরীর যেমন মনের সঙ্গে মেশে তেমন করে চাই !
তুমিই পরম শুদ্ধ নিবাস ।
কিন্তু মাঝে মাঝে কেন এমন ভাবি!
আমি যেন আর কারো না,
যেন টবে চাষ করা হাজারি গোলাপ, গাঁদা,
চন্দ্রমল্লিকা, লিলি, সূর্যমুখী, সূর্যতোড়া, জবা, অর্কিড !
এখন শুধু দুঃস্বপ্নের শেষ সীমানায়,
চমকে ঘুম ভেঙ্গে যায় জেগে দেখি তুমি পাশে নাই,
চোখ পড়ে খোলা জানালায় জোছনারও আলো নেই !
আজ হতাশার কালো আঁধার নির্বাক রয় ধরণী ।
দুঃখ যেনো সব আমার পোড়া আর্ত হরিণী !
জানো কি ? শরীরে কবে আসবে ফিরে ভালোবাসা ।
যেন গোপন সময় চলে যায় !!!