পৃথিবীর লক্ষ-কোটি বর্ষ
কালের যাত্রা মাঝে
দাঁড়িয়ে আছি 'ক্ষনিক আমি'।
নীল আকাশে পাখির ডানা ঝাপটের মত
আমার অস্তিত্ব যেটুকু জায়গায় তরঙ্গ
তা বড়ই তুচ্ছ মহাজগতের কিনারায়।
যেন নিমেষে ছোট ঢেঊ
ছলাৎ ক'রে ভেঙ্গে সগর বক্ষে মিলায়।
এ বিকাশ বিলীন খেলায়
একটু হাসি, একটু গান,
সুখ-দুঃখের পরশ, প্রানের হিল্লোল
ফুটে উঠে ছুতে যাওয়াই তো জীবন।