ভর দুপুরে মেঘ ছেয়েছে
   রাত নেমেছে পাশ ফিরে,
বৃষ্টি ফোটার নামতা ভুলে
   ঘাস ভিজে যায় অঝোরে।


ভাতঘুমেতে চুপটি শহর
   বাদ সাধিল বজ্রপাত।
ফিঙের ডানা ভাবছে বসে
   আর কতদূর রোদের হাত?


নিম্নচাপে বায়ুর প্রতাপ
   ডিপ্রেশনে জেদের জয়।
ব্যাথার বুকে রং ধরেছে
   রামধনুতে যেমন হয়।