মধ্যরাত। মফঃস্বল।
ছোট্ট ঘর। অন্ধকার।
বৃষ্টি শেষ, বেশ আগে।
থমথমে রাস্তাঘাট।
শব্দ চুপ।
     শব্দ চুপ।
           চারপাশে
ডিপ্রেশন বাড়ছে তাই।
কোন মেয়ে কাঁদছে খুব?
ব্যর্থতা? অভিমান?
কি জানি। ভাবতে থাক্।
রান্নাঘর। ছুঁচোর ডাক।
ঘুমের ঘোর। নাক ডাকা।
নাক ডাকে ক্লান্ত লোক।
ঘটাংঘট। ঘটাংঘট।
ঘুমাও সব। ঘুমাও সব।


মধ্যরাত। সবাই ঘুম।
এক মেয়ে কাঁদছে খুব।
             পৃথিবী চুপ।
              অন্ধকার...