কি রে মেঘ? নামবি নাকি?
শহরেই আমার বাড়ি,
এই যে ছাদের ঘরে -
এখানেই একলা থাকি।
দেখা যায় ওপর থেকে?


হুঙ্কার ছাড়িস না তো।
শাসনের সময় আছে,
ওরা সব ভয় পাবে যে!
খেয়ে যা একটা চুমু,
পাতা গাল আকাশ পানে...


উনুনে গরম কফি,
ভরা আম প্লেট-বাটি,
তুই কি আসবি সোনা?
নিয়ে যা ছোঁ মেরে এক-
ভেতরের কষ্ট পাহাড়,
অভিমান- ফর্দ বিশাল,
এসে তুই চুপটি করে
ভেজা মন এক নিমিষেই।
আবদার কার কাছে আর?
তুই যে বর্ষা পাখি!
উড়ে যাস দিগ্বিদিকে,
দাঁড়া না আমার ছাদে
একটু সময় করে...


কি রে মেঘ? নামবি নাকি?


লেখাঃ ১৭/০৭/২০২০