যদি বলো,
আরেকবার খ্যাপা হাতে নাড়া দেবো আকাশে
ঝরাবো এ শতাব্দীর প্রথম বারিধারা, শ্রাবণঢল
কাচুমাচু করে হলেও বারেক বসবো কফিশপে জনান্তিকে; আরও একবার উথাল-পাতাল করবো তোমায়; তোমার দুঃসংবাদ এবং জরায়ুমুখের রোরুদ্যমান সময়কেও।
তোমাদের কিংকর্তব্যবিমুঢ় স্বপ্নচয়ন
রাত-বিরেতে গুম হয়ে যাওয়ার পর
সস্নেহে কোলে তুলে নেবো পরমাত্মা, সহস্তে
নিয়ম করে খাওয়াবো সুজি-সাবু, দ্রাক্ষারস।


আরও একবার রক্তকমল, দৃষ্টিবদল
আরও একবার বর্ষাবাদল, বিবস্বানল
আরও একবার
আরও একবার...


যদি বলো,
আরেকবার সরকার বদলের ডাক দেবো পৃথিবীতে।
যে দোকানী ভালোবেসে বাকি দেয়, যে বণিক
তাঁর মাসিক, ষান্মাসিক বা বাৎসরিক পাওনাটুকু
কৃষকের নুনা ঘামসমেত ফেরত দেবো বর্ষায়।
টালিখাতায় বর্ধিত করে আরেকটি ফাল্গুন
বাড়িয়ে দেবো ঋতুস্রাবের রক্তে নাওয়া আঙুল
শান্তি পাক কিষাণীর নখরাচরসমেত যৌবন!


যদি বলো,
আরও একবার রক্তকমল, দৃষ্টিবদল
আরও একবার বর্ষাবাদল, বিবস্বানল
আরও একবার....যদি বলো।