কিছুকিছু কথা যতো যায় বলা,
ততোদূর চলে যায় পথ।
চলে চলে হয় কিছু ছলাকলা,
কিছু হয় বেদনাতে বধ।


আছে কিছু রাত দিয়ে যায় প্রেম
ভরে থাকে শিউল'র ফুলে।
জোছনার হাসি ছোঁয়ে ঝুলে ফ্রেম,
ছবি হয়ে হৃদয়ের কূলে।


কিছুকিছু হাসি দেয় প্রাণে সুখ,
যতোটুকু কাম ভালোবাসি।
মাঝেমাঝে ভাবি সবটুকু ভোগ,
ততোটুকু কাছে চলে আসি।


আছে কিছু পাপ মনে করে ভর-
কেড়ে নেয় দ্বাদশীর রতি।
লোকালয় ছেড়ে বনে যায় ঘর,
কিছু প্রাণ ফিরে পায় গতি।


কিছু ভালোবাসা করে দিয়ে শব,
হাড় চাটে রোমিও'র ভাই।
আশাহত বুক করে কলরব,
শেষতক ছাইটুকু চাই।


চেয়ে চেয়ে দেখি যাতনায় জ্বলে
নিভে গেছে যতোটুকু আলো।
ততোটুকু দূরে বসে আছি বলে
হয়ে গেছি পর, এই ভালো।