মা‌দিলাহাট থে‌কে ঢাকা ক‌তো দূর?
জা‌নো না?
আমিও জা‌নি না জীব‌নের রূঢ়-বাস্তব গন্ত‌ব্যের
দূরত্ব ক‌তোটুকু।


তু‌মি‌ তো জা‌নো
গাঙ‌চি‌লের ম‌তো সামর্থবান, সাহসী
সদাচঞ্চল দুটি ডানা আমার নেই।
যার উপর সওয়ার হ‌য়ে
আমি শ্লথ-ধাবমান ভ‌বিষ্যত‌কে পা‌ড়ি দেবো।
আমার বা আমা‌দের সম্মু‌খে উদ্ভ্রান্ত সময়
আর আমার সম্ভল ক্ষীণ, অচঞ্চল দুটি পা।


আমি চ‌লে যা‌চ্ছি,
আমা‌কে যে‌তে হ‌চ্ছে ব‌লেই যা‌চ্ছি।
আমি চ‌লে যা‌চ্ছি,
আমা‌কে যে‌তে হ‌বে বলেই যা‌চ্ছি।


আমার সামগ্রিক জীব‌নে তোমার অলৌকিক প্রভাব
আমি‌তো কাউ‌কেই বুঝা‌তে পা‌রি‌নি।
তু‌মিও বুঝ‌বে না এক হৃদয় থে‌কে অন্য হৃদ‌য়ের
পার‌লৌ‌কিক ব্যসার্ধ ক‌তোটুকু!
শুধু এক‌টিবার সুদূর সপ্ত‌র্ষিমন্ড‌লের দি‌কে
তা‌কি‌য়ে ভে‌বো, বুঝ‌বে
জীবন শাশ্মত-অম‌লিন, ভা‌লোবাসাময়।


আমা‌কে ফিরিয়ো না,
আমার শরী‌রে, জামায় লে‌গে আছে
নি‌কো‌টি‌নের কটু গন্ধ।
য‌দি ফি‌রে আসি
‌নি‌য়ে আস‌বো কুসুম-সুভাস,
সা‌জি‌য়ে আন‌বো তি‌লোত্তমা প্রাণ।
য‌দি ফি‌রে আসি,
‌ফি‌রে আস‌বো তোমারই আট‌পৌর ভা‌লোবাসায়।