এক‌বিংশ শতাব্দীর পর আ‌মি আর ভা‌লোবাস‌বো না
মুমূর্ষ পৃ‌থিবীর সব প্রেম, যাবতীয় জাগ‌তিক মায়া
আ‌মি ঠিকই অর্জন কর‌বো কা‌টি‌য়ে উঠার সক্ষমতা।
আ‌মি হাস‌বো না, আ‌মি কাঁদ‌বো না
‌যেমন হবার কথা নয় আ‌মি ঠিক তেমন হ‌বো
ভাব‌লেশহীন, অ‌প্রিয় হ‌বো।


‌কো‌নো এক অরক্ষীতা‌কে ভা‌লোবাসার পর থে‌কে
আ‌মি আমৃত্যু অ‌প্রিয় হ‌য়ে ব‌সে আ‌ছি
বু‌কে তু‌লে সার্থক ক‌রে‌ছি অসুন্দর।
তবু এক জন‌মের সবটুকু প‌রিশুদ্ধ ভা‌লোবাসা
‌সেই ব্য‌থিতার ললা‌টে মে‌খে দি‌য়ে
শতাব্দী শে‌ষের রুদ্ধ প্রভা‌তে হ‌বো অন্য পুরুষ।


আ‌মি আর আ‌গের ম‌তো বাঁ‌চি‌য়ে রাখ‌বো না স্বপ্ন‌কে
বরঞ্চ বলা ভা‌লো আ‌গের ম‌তো আ‌মি আর
হ‌তে পার‌বো না কো‌নো বিদূষীর আস্থাবাজন
হ‌তে পার‌বো না আদর্শ প্রে‌মিক কিংবা স্বামী
যা হবার নয় আ‌মি তাই হ‌বো, বিবাগী আত্মা হ‌বো
হ‌বো যাযাবর,‌ বেদুঈন, সন্ন্যাসীর ম‌তো করুন প্র‌তিভা!


পার‌লে হ‌বো হৃদয়হীন, প্র‌তি‌শোধ প্রবণ
য‌তোগু‌লো হৃদ‌য়ে ত্রিদশক খোঁ‌জে পাই‌নি কোনো প্রেম
হ‌বো তৎসমান নির্দয়, লজ্জাবতীর ন্যায় স্পর্শকাতর।
আ‌মি থাম‌বো না;
যা কিছু আমার করতলগত, সম্ভাবনাময়
ছাড়‌বো না তার ন্যূনতম ভা‌গের অ‌ধিকার।
আ‌মি আমার জন্যই স্বার্থপর হ‌বো, সার্থক হ‌বো।


এক‌বিংশ শতাব্দীর পর আ‌মি আর ভা‌লোবাস‌বো না;
সব‌ প্রেম, সব হৃদয়বৃ‌ত্তির আ‌বেগীয় পাঠ চু‌কি‌য়ে
আ‌মি আমার গভী‌রেই সমাদৃত হ‌বো।
‌কিছু‌কিছু গাছ আর কিছু‌কিছু পা‌খি‌দের কা‌ছে
আ‌মি হ‌বো রূপকথার বিভৎস কো‌নো নাম।