সারা দুপুর, সারা বিকেল বেলা
যাচ্ছে ভেসে সকল বিষাদ
সকল অবহেলা।


এমন তরল, এমন গরল মনে
বাদলা দিনের শিতল হাওয়া
ঢুকছে ক্ষণে ক্ষণে।


জীবনযাপন রোজনামচার চর
বাহিরঘরে ঘোমটা টেনে
নিচ্ছে মাথার ’পর।


পুরান বুকে জাগছে নতুন আশা
তোমার হাতের বালা-কাঁকন
শিখছে ভালোবাসা!