কতো কিছু হারিয়ে ফেলেছি অনায়াশে
একটি তৃপ্ত হাঁসিমুখ, অশ্রুজল
অভিমানে সিক্ত আঁখি, লম্বা বেণীর চুল
-হৃদয় নিংড়ানো ভালোবাসা।


হারিয়ে ফেলেছি আজ মধুর-মদির সন্ধা
জোনাকির ঝাঁক, ঝিঁঝিঁর ডাক
পূর্ণ-নিশি জ্যােৎস্না, সৌন্দর্যের মাপকাঠি।
কতো ভালোলাগা হারিয়ে ফেলেছি, ভালো শব্দ
হারিয়ে ফেলেছি শুভকামনা, নিঃস্বার্থ দান
আত্মত্যাগের মহিমা
ডায়রির মাঝখানকার কিছু পাতা
গোলাপের কোমল কিছু পাঁপড়ি, একটি কলম
মিষ্টি সুগন্ধময় রোমাল।
হারিয়ে ফেলেছি স্বপ্নীল চাষাবাদ
কীটনাশক হীন ফসল, ধান ভরা গোলা
দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ, নুয়ে পড়া আকাশ।


গীতবিতানের শুদ্ধ ও স্বপ্নময় শব্দ
আমি কবেই হারিয়ে ভ্রষ্ট হয়ে বসে আছি।
হারিয়ে ফেলেছি ভালো স্বপ্নগুলো
বহুদূর বিস্তৃত উদাসী দৃষ্টি, কবিতার মহিমান্বিত চরণ
হৃদয় থেকে আসা ছন্দ, শব্দের মিল
মায়াবী দৃষ্টি আজ হারিয়ে ফেলেছি,
হারিয়ে ফেলেছি রাখালিয়া বাঁশি, অন্তীম সুর
প্রজাপতির রঙ্গিন পাখা, ভ্রমরার গান
আঁকাবাঁকা নদীর নিজস্ব অবয়ব।


আমি সবকিছু হারিয়ে ফেলেছি আজ
আমাকে, আমার আমিত্বকে হারিয়ে
বেঁচে আছি প্রচন্ড একাকিত্ব নিয়ে।