জনককে পেলে-পোষে পুষ্ট করলেন জননী
অতঃপর, গর্ভধারিণীকে নিয়ে যে মৎসব_
সেই যশস্বী প্রার্থনাবীজকে পুঁজি করে
অতিপ্রোন্নত মহামানবের জন্ম হলো রাতে!


রুগ্ন ও নিকষ চেতনার ভূগোল শিখে
তাঁরা অস্বাস্থ্যকর জলবায়ু কিনলেন!
অসুস্থ মানচিত্রের খোলা বোতামে
ঝুলিয়ে রাখলেন মেয়াদোত্তীর্ণ গেজেট!


পৃথিবীর প্রথম নস্টালজিয়ার বুকে
বিদগ্ধজন আঁকলেন বাচাল মূকের মুগ্ধতা!
নখের আঁচড়, আলজীবের বাড়ন্ত লিপ্সা
লোকিয়ে রাখলেন ভদ্রস্থ টাইয়ের গিঁটে!


অন্যদিকে_
মিথ্যার ঝড়ে মাইক্রোফোন কাঁপলো,
অনির্বচনীয় শব্দ কাঁপলো, বাক্য কাঁপলো
ঠোঁট-চোখ-বুক কাঁপলো না!