তোমার লেখায় বলে গেছ তুমি তোমার সকল চাওয়া
তোমার জীবনে হয়নি'কো আর এতটুকু সুখ পাওয়া।
অন্যায় দেখে হাতিয়ার করে নিয়েছ কলম তুলে
যতদিন রবে বাঙালি এ ভবে যাবে না তোমাকে ভুলে
আপোষ করোনি শত্রুর সাথে করে গেছ সদা যুদ্ধ
দেখেশুনে সব ক্ষেপে গিয়ে তুমি হয়েছ ভীষণ ক্রদ্ধ।
দুঃখ পেয়েছ যাতনা সয়েছ তবুও হেসেছ হাসি
বাবড়ি দোলানো ঝঙ্কারে তুমি বাজালে বিষের বাঁশি।
ঘুমানো জনতা জাগিয়েছ তুমি তোমার লেখনী দিয়ে
প্রেরণা দিয়েছ শক্তি দিয়েছ অনলে দিয়েছ ঘি এ।
বিদ্রোহী তুমি সাম্যের তুমি প্রেমের কবিও তুমি
তোমার লেখনী সবুজ করেছে নিস্ফলা মরুভূমি।
এসেছিলে তুমি বাঙালির ঘরে আঁধারের চাঁদ হয়ে
সাহিত্য মাঝে ছড়িয়েছ আলো যন্ত্রণা বুকে সয়ে
কত অপমান কত বঞ্চনা নিরবে সয়েছ তুমি
পিছপা হওনি তবুও কিছুতে মৃত্যুকে গেছ চুমি।
নজরুল তুমি বিশ্ব মাঝারে ছড়িয়েছ নিজ জ্যোতি
সাহিত্য মাঝে তুমি হলে এক অনন্য মহারথী।