বাঁঁচবো কত এমন করে
পাতার মত ধূলোয় প'রে।
এমনভাবে যায় কি বাঁচা
বন্ধ করে মনের খাঁচা।
বন্ধী পাখী বলছে ডাকি
খুলো এবার তোমার আঁখি।
পাপড়ি মেলে দেখবে তুমি
যাচ্ছে পুড়ে জন্মভূমি।
কথাটি তার আপন মেনে
নিলাম আমি সত্যি জেনে।
মাতৃভূমি জ্বলছে দেখি
হয়েছে তার আজকে একি!
ভাবনাগুলো করছে তাড়া
দেখি সবাই ছন্নছাড়া।
দেখছি চেয়ে মানষগুলো
মাখছে গায়ে পথের ধূলো।
দেখছি চেয়ে পথের শিশু
পাত্র হাতে ছুটছে পিছু।
দেখছি আরও মানুষ কতো
যাচ্ছে বয়ে বুকের ক্ষত।
এই সমাজে আছেন যারা
অবাক লাগে, মানুষ তারা?
কেমন করে তাদের বলি
তাদের মতো আমিও চলি।
দেখতে আমি তাদের মতো
হাত-পা চোখ রয়েছে যতো।
এইটুকু'তো বলতে পারি
হিংসাটাকে করুন আড়ি।
এসো সবাই নতুন করি
বাঁচার মতো নগর গড়ি।
বিবেকটাকে জাগিয়ে তুলি
হিংসাটাকে সবাই ভুলি।