তপ্ত মরুর বালুচরে-
আজও হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে খুঁজে বেড়াই!
দিগন্তের কোলে হেলে পড়েছে রবি।
প্রখর থেকে প্রখরতরো হচ্ছে নচিকেতা।
স্বপ্ন আর বাস্তবতা যেন চৌম্বকত্বের একই দিক!
আবেগের বশবর্তী হয়ে-
অধিকাংশ স্বপ্ন ভিড় জমায় হৃদয়ের অন্তরীক্ষে!
বাস্তবতা আবেগকে ভাসিয়ে দেয় সলিল স্রোতে।
পর্বতের চূড়া হতে নেমে আসা নদী-
ইচ্ছে করলেও আর চূড়ায় উপবেশন করতে পারেনা।
সাগরকে কাছে পাওয়ার আশায়-
গ্রাম থেকে গ্রামান্তর পেরিয়ে ছুটে যায়।
তীব্র স্রোতের জোরে সম্মুখের সমস্ত বাঁধা ভেঙে
এগিয়ে যায় স্বপ্নের খোঁজে।
তীর ভাঙা পলিগুলো একত্রিত হয়ে,
মাঝ-নদীতে গড়ে তোলে বিশাল পলির চর।
তখন পশ্চিমাকাশে ঢলে পরে তার স্বপ্নগুলো।
বিঘ্নত হয় তার স্বপ্নের গন্তব্যে পৌঁছা।
স্বপ্ন ভাঙার সাথে সাথে-
নদীর অস্তিত্বও বিলীন হয়ে যায় ধীরে ধীরে!
এটাই হলো নির্মম বাস্তবতা।