বড্ড হিংস্র করোনাটা মানে না তো কোনো জাত
কর্ম এবং ধর্ম দেখে হানছে না সে তাই আঘাত।
মনের সুখে করছে শুধু মানুষদেরকে উৎখাত
এখনো কি বলবে তোমরা বড্ড বকিস, চুপ থাক?
অনেককেই তো বলতে শুনলাম মুসুল্লিদের হবে না
ইসলাম ছাড়া দুনিয়াতে অন্য ধর্ম রবে না
ইহুদি আর খৃষ্টানেরা অনেক বেশী অত্যাচারী
তাদেরকে আজ বিনাশ করতে আসলো ধরায় মহামারী
সনাতনও পিছিয়ে নেই, পাল্লা দিয়ে বলতেছে আজ
সনাতনী কারোর দেহে করবে না তো করোনা কাজ।
এইসব কথা বলেন যারা
মূর্খের চেয়েও মূর্খ তারা।
দুই চোখ মেলে দেখতো যদি
স্বজন হারায় বইছে নদী।
তবে কি আর কোরান ও বেদ
বক্তৃতাতে করতো বিভেদ।
এই দুনিয়ায় তিনিই মহান
যার চোখেতে সবাই সমান।
সকল প্রাণীর স্রষ্টা যদি একজনই হয়
কেন তোমরা বলো এ-সব ধর্মেরই ক্ষয়।
ধর্ম নয়রে তার কাছেতে কর্ম বড়
কর্ম দিয়েই পাপের বোঝা হালকা করো।
তার কোর্টেতে ধর্ম দেখে হয় না বিচার
শেষ বিচারে প্রাধান্য পায় কর্মেরই সার।