দিন কেটে যায় কাজের ভীড়ে রাত্রি কাটে নিদে
তবুও আমায় করছে তাড়া তোকে দেখার ক্ষিধে
জানি না তুই কোথায় আছিস বাঁধলি কোথায় ঘর
ছোট্ট ভুলের শাস্তি দিলি করলি আমায় পর।
ফাগুনেরই আগুন হাওয়া লাগলো আমার মনে
যেদিন তোমায় দেখেছিলাম ঘাস ফুলেদের বনে।
সরল সোজা রাস্তা ধরে তোমার মনের বাড়ি
গিয়েছিলাম সেদিন আমি আমার ভুবন ছাড়ি।
মিষ্টি মুখে বলতে কথা জুড়িয়ে দিতে প্রাণ
মুগ্ধ হতাম পেয়ে তোমার ভেজা চুলের ঘ্রাণ।
আজকে সেসব শুধুই স্মৃতি, দুই পাড়েতে দুজন
দিব্যি আমরা বেঁচে আছি  মুখোশ পড়া কূজন।
এমনটা ত হয়নি কথা তোমার সাথে কভু
কেন এমন শাস্তি দিচ্ছ বলো আমায় তবু?
ভুলতে আমায় পারবে না ত সেই কথাটাও জানি
আমার মতো তোমার চোখেও ঝরায় স্মৃতি পানি।
এসো আবার এক হয়ে যাই তুমি আমি দুজন
এই পৃথিবী তাকিয়ে দেখুক আমরা কেমন সুজন।