পাখির মতো বন্দি হয়ে যায় কি বাঁচা বলনা'রে
প্রতিবাদের ঝড় তুলে তাই পাশাপাশি চলনা'রে।
রক্ত যদি ঝরে ঝরুক ভয় পাবো না কিছুতে
এগিয়ে যাবো সমান তালে থাকবো না আর পিছুতে।
অধিকারের বস্ত্রহরণ করতেছে আজ অনেকে
অত্যাচারীর বিরুদ্ধে আজ উচিৎ কথা বলে কে।
দেশপ্রেমিকের নেই যে অভাব স্বাধীন দেশের মাটিতে
সত্য কথা বলতে গেলে পা থাকে না হাঁটিতে!
মিথ্যে কথার ভাষণ শুনে দেয় রে সবাই হাততালি
সত্যবাদী মানুষগুলোর থাকবে কেন পেট-খালি।
সত্যটাকে ঢাকতে গিয়ে মিথ্যে কথার নেই জুড়ি
লেবাস গায়ে কতজনে দেখান তাদের চাতুরি।
রাস্তা-ঘাটে মা-বোনেদের চলার কোনো উপায় নেই
ইভটিজিংয়ের হয় যে শিকার একলা পথে হাঁটে যেই!
পান থেকে চুন খসলে পরে কতো কথা শুনতে হয়
জরিমানার বিশাল বোঝাও আবার তাকে গুণতে হয়।
ন্যায়বিচারের আশা করা নয়তো কারো চরম ভুল
অবহেলায় ঝরবে কেন সদ্যফোটা গোলাপ ফুল?
প্রতিবাদী কন্ঠগুলো একই সুরে সুর তুলো
নিজের প্রাপ্য বুঝে নিতে ছাড় দেবো না এক চুলও।